Muktijudho

সয়েদির দুটি পিটিশন বাতিল করল সুপ্রিম কোর্ট

সয়েদির দুটি পিটিশন বাতিল করল সুপ্রিম কোর্ট

| | 26 Sep 2013, 06:51 am
ঢাকা, সেপ্টেম্বর ২৬: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বৃহস্পতিবার জামাত-এ-ইসলামীর নায়েব-এ-আমির, যুদ্ধাপরাধী দিলাওয়ার হোসেন সয়েদির দায়ের করা দুটি পিটিশন বাতিল করে।

 দুটির মধ্যে একটি পিটিশনে, বাংলা দৈনিক আমার দেশে সেপ্টেম্বর ৬, ২০১২তে প্রকাশিত একটি খবর দেখিয়ে জাস্টিস এস কে সিনহাকে আইনত অনুপযুক্ত বলে ঘোষণা করার জন্য আবেদন করেন।

 
সয়েদি বলেন সিনহার নাম \'প্রকাশিত স্কাইপি ও ই-মেল কথোপকথনে\' জড়িয়ে আছে। এই বিতর্কিত কথোপকথনটি হয় প্রাক্তন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১এর চেয়ারম্যান জাস্টিস নিজামুল হক ও ব্রুসেলে বসবাসকারী বাংলাদেশী আইনজীবী আহমেদ জিয়াউদ্দিনের মধ্যে।
 
সয়েদি আরেকজন বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীকেও আইনত অনুপযুক্ত বলে ঘোষণা করার জন্য আবেদন করেন, যেটি সুপ্রিম কোর্ট বাতিল করে।     
 
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মঙ্গলবার সয়েদির দায়ের করা একটি আবেদনের ওপর শুনানি শুরু করে।
 
সয়েদি তাঁকে দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপীল করেছেন।
 
ফেব্রুয়ারি ২৮এ ঢাকায় একটি ট্রাইব্যুনাল সয়েদিকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় করা মানবতার বিরুদ্ধে অপরাধের শাস্তিস্বরূপ প্রাণদণ্ড দেয়।
 
৭৩ বৎসরের সয়েদিকে ফাঁসির সাজা শোনান হয় আটটি যুদ্ধকালীন অপরাধের জন্যে।
 
তিন সদস্যের ট্রাইব্যুনাল জানায় সয়েদির বিরুদ্ধে আনা কুড়িটির মধ্যে আটটি অপরাধ প্রমাণিত হয়ে গেছে।
 
তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দুটি মামলায় জেতি দায়ের করা হয় ইব্রাহিম কুট্টি ও বিশা বালির খুনের পরে। 
 
ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে সয়েদি উঠে দাঁড়ায় ও জজদের দোষারোপ করে বলেন যে তাঁরা এই রায় \'মন থেকে\' দেন নি।
 
তিনি বলেন জজেরা শাহবাগের \'কিছু নাস্তিকদের চাপে পড়ে\' এই রায় দিচ্ছেন।
 
কিন্তু বিচারকক্ষে উপস্থিত অনেকে সয়েদিকে এই বলে চুপ করিয়ে দেয় যে তিনি \'প্রমাণিত রাজাকর\'।
 
সয়েদিকে পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। 
 
জামাতের হয়ে নির্বাচিত প্রাক্তন সাংসদ সয়েদির বিরুদ্ধে ১৯৭১এর মুক্তিযুদ্ধের সময় করা লুটপাট, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও জোরপূর্বক ধর্মান্তর সহ ১৯টি চার্জ লাগানো হয়েছিল।         
জামাতের উপ-সভাপতি সয়েদিকে অক্টোবর ৪, ২০১২তে অভিযুক্ত ঘোষণা করা হয়।