Muktijudho

মুক্তিযুদ্ধঃ গোলাম আজমের ৯০ বছরের জেল

মুক্তিযুদ্ধঃ গোলাম আজমের ৯০ বছরের জেল

| | 15 Jul 2013, 01:29 pm
ঢাকা, জুলাই ১৫: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার জামাত-এ-ইসলামীর প্রাক্তন চিফ গোলাম আজমকে ৯০ বছরের জন্য কারাবাসের সাজা শোনায় ১৯৭১-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় করা মানবতার বিরুদ্ধে অপরাধের জন্যে।

 জাস্টিস এটিএম ফাজলে কবির, জাস্টিস জাহাঙ্গীর হোসেন ও জাস্টিস আনোয়ারুল হক জনাকীর্ণ আদাল এই রায় ঘোষণা করেন।

 
প্রসিকিউটর জায়েদ-আল-মালুম জানান এই রায়ে তাঁরা পুরোপুরি খুশি হতে পারছেন না কেননা তাঁরা সর্বোচ্চ শাস্তি আশা করেছিলেন।
 
"যদিও আজমের বিরুদ্ধে পাঁচটি বিভাগে ৬১টি অপরাধ প্রমাণিত হয়েছে, কিন্তু তাঁর বয়স ও অসুস্থতার কথা মাথায় রেখে ট্রাইব্যুনাল এই রায় দেয়," মালুম বলেন।
 
আজমের এক পুত্র আব্দুল্লাহিল আমন আজমি সাংবাদিকদের বলেন এই রায় একটি অন্যায়।
 
আজমকে ১০ বছরের জন্য জেলে পাঠানো হয় ষড়যন্ত্রের অপরাধে, ১০ বছর পরিকল্পনা, ২০ বছর প্ররোচনা, ২০ বছর দুষ্কর্মে সহায়তা বা অংশগ্রহণ ও ৩০ বছর হত্যার অপরাধে।
 
এইটি স্বাধীন বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের পঞ্চম রায়।