Muktijudho

"জামাত নেতাদের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার"

| | 21 Jul 2013, 11:24 am
ঢাকা, জুলাই ২০: পাকিস্তানের পররাষ্ট্র কার্যালয় জানিয়েছে ১৯৭১এর মুক্তিযুদ্ধে অভিযুক্ত জামাত-এ-ইসলামী নেতাদের বিচারকার্য বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার।

 "মুক্তিযুদ্ধে জামাত নেতাদের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এই নিয়ে আমরা কোন মন্তব্য করব না বা এই ব্যাপারে হস্তক্ষেপ করব না," পাকিস্তানের পররাষ্ট্র কার্যালয়ের মুখপাত্র বলেন।

 
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ইতিমধ্যেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের রায় শুনিয়েছে পাঁচ জামাত নেতাদের বিরুদ্ধে। তাদের এক প্রাক্তন সদস্যের সাজা শোনানো হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য।
 
জামাত-এ-ইসলামী পাকিস্তান ট্রাইবুনালের বিচারের প্রতিবাদ করে বলেছে পূর্বেকার পূর্ব পাকিস্তানে কোন যুদ্ধ হয় নি।