Muktijudho

যুদ্ধাপরাধের রায় কার্যকর অগাস্টের মধ্যেঃ ইনু
ঢাকা, মে ২৯: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বুধবার জানান মুক্তিযুদ্ধের সময়কালীন যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকর করা হবে অগাস্টের মধ্যেই যদি সুপ্রিম কোর্ট জুনের মধ্যে সেই রায়গুলি অপরিবর্তিত রাখে।
"যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্যে বারংবার হরতালের ডাক দিয়ে বিরোধীরা তাদের আসল মুখ মানুষকে দেখিয়ে দিয়েছেন," ইনু বলেন।
"এই অরাজকতার মাধ্যমে বিরোধী নেত্রী খালেদা জিয়া সরকারকে উৎখাত করার চেষ্টা করছেন," অভিযোগ করেন ইনু।
"আমি ১৪-পার্টি (শাসকদল) জোটকে আবেদন করছি জামাত-এ-ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করতে," তিনি বলেন।
ইনু বিরোধীনেত্রীকে নিমন্ত্রণ করেন বিনা শর্তে সংসদের অধিবেশনে অংশগ্রহণ করতে ও আলোচনায় বসতে।
"প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খালেদা জিয়ার সাথে মতবিনিময় বৈঠকে বসতে," বলেন ইনু।