Muktijudho

মুক্তিযুদ্ধের সময়ের ৮৫৬টি বুলেট উদ্ধার
ঢাকা, মার্চ ৯: পুলিশ ঢাকার বনানী এলাকার টি অ্যান্ড টি কলোনি থেকে শনিবার ৮৫৬টি বুলেট উদ্ধার করে।
বনানী থানার ওসি মাহবুদুর হাসান জানান এই বুলেটগুলি সম্ভবত পাকিস্তানি দখলকারী বাহিনী ফেলে গিয়েছিল ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময়।
স্থানীয় লোকেরা এই বুলেটগুলি দুপুর সাড়ে বারোটা নাগাদ খুঁজে পায় যখন তারা কলোনির ভেতর মাটি খুঁড়ছিল একটি টয়লেট বানাবার জন্য।