Muktijudho

নিজামীর রায় অপেক্ষমান রাখা একটি ষড়যন্ত্রঃ ইমরান

নিজামীর রায় অপেক্ষমান রাখা একটি ষড়যন্ত্রঃ ইমরান

| | 24 Jun 2014, 06:59 am
ঢাকা, জুন ২৪: যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় মঙ্গলবার না ঘোষণা হওয়াকে একটি ষড়যন্ত্র হিসেবে দেখছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

 “এটা ষড়যন্ত্র ও অপকৌশল। আমাদের এ অপকৌশলকে নস্যাৎ করতে হবে। দীর্ঘ ছয় মাসে আমরা কোন রায় পাচ্ছিলাম না। বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছিলো," ইমরান সাংবাদিকদের বলেন।

 
“আমরা দেখে এসেছি যে, রায়ের আগে জামায়াত প্রতিক্রিয়া দেখায় কিন্তু নিজামী আমির হওয়া সত্ত্বেও কোন প্রতিক্রিয়া না দেখিয়ে নীরব থেকেছে। এজন্য তখনই আমাদের মধ্যে সন্দেহ জন্ম নিয়েছিল, এখন তা প্রমাণিত হয়েছে," তিনি বলেন।
 
নিজামীর রায় মঙ্গলবার স্থগিত করা হয়।
 
বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর মঙ্গলবার নিজামীর রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু যখন জেল কর্তৃপক্ষ জানায় যে নিজামী অসুস্থ হয়ে পড়েছেন, তখন ট্রাইব্যুনাল রায় ঘোষণা অপেক্ষমান রেখে দেয়।
 
আমরা রায় দেয়া যুক্তিসঙ্গত মনে করছি না। জেল কর্তৃপক্ষের চিঠি পেয়েছি এবং নিজামীর স্বাস্থ্য পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন চাওয়া হয়েছে," জানান বিচারপতি ইনায়েতুর।
 
জেল সুপার ফরমান আলী জানিয়েছেন যে  নিজামীর রক্তচাপ বেড়ে গেছে ও তাঁকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে।
 
নিজামীকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে করা অপরাধের জন্য সাজা শোনানো হবে।