Muktijudho

Economic crisis faced by Muktijoddhas is a shame for nation

Economic crisis faced by Muktijoddhas is a shame for nation

Bangladesh Live News | @banglalivenews | 04 Dec 2019, 07:04 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ৪ : জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের অসচ্ছল থাকাটা রাষ্ট্রের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা প্রদান করা করুনা নয়, এটি তাদের অধিকার বলেও মন্তব্য করেন আদালত।

একই সঙ্গে পাবনা, চাঁদপুর, কুষ্টিয়াসহ চার জেলার ২০৮ জন মুক্তিযোদ্ধাকে ৯০ দিনের মধ্যে গেজেটভুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।


মুক্তিযোদ্ধাদের বিষয়ে এক মামলার শুনানি নিয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করে রায় ঘোষণা করেন।


আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক এনাম টিপু এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।