Muktijudho

মুক্তিযুদ্ধঃ আলিমের আমৃত্যু কারাবাস

মুক্তিযুদ্ধঃ আলিমের আমৃত্যু কারাবাস

| | 09 Oct 2013, 11:57 am
ঢাকা, অক্টোবর ৯: ঢাকার একটি স্পেশাল ট্রাইব্যুনাল বুধবার প্রাক্তন বিএনপি মন্ত্রী আবদুল আলিমকে আমৃত্যু কারাবাসের সাজা শোনায় ১৯৭১এর মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে।

 "আবদুল আলিমের মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু ৮৩ বর্ষীয় আলিমের স্বাস্থ্য ও শারীরিক প্রতিবন্ধকতার কারণে তাঁকে আমৃত্যু কারাবাসের সাজা শোনানো হল," বলেন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২এর চেয়ারম্যান জাস্টিস ওবাইদুল হাসান।

 
আলিমের বিরুদ্ধে দায়ের করা ১৭টি অভিযোগের মধ্যে নয়টি প্রমাণিত হয়েছে তিনবার সাংসদ হওয়া আলিমের বিরুদ্ধে।