Muktijudho

যুদ্ধাপরাধ রায় চ্যালেঞ্জ করল কাম্রুজ্জামান
ঢাকা, জুন ৬: জামাত-এ-ইসলামী নেতা মুহাম্মদ কাম্রুজ্জামান বৃহস্পতিবার ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময়কালীন যুদ্ধাপরাধের জন্যে তাঁর ফাঁসির সাজা চ্যালেঞ্জ করে।
নিজেকে নির্দোষ ঘোষণা করে, জামাতের সহকারী সাধারণ সম্পাদক বলেনঃ "এটি একটি ভুল রায়।"
তিনি জানান নিজেকে তাঁর বিরুদ্ধে পাঁচটি চার্জের থেকে বেকসুর খালাস করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন।
মে ৯-এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাম্রুজ্জামানকে ফাঁসির সাজা শোনায়।
কাম্রুজ্জামান মুক্তিযুদ্ধের সময় ১২০জনকে হত্যা করেন ও গ্রামের মহিলাদের ধর্ষণ করেন। তিনি ১৯৭১-এ শেরপুরে এক পুরুষের খুন করেন একটি সেতুর কাছে।
তিন সদস্যের ট্রাইব্যুনালটি কাম্রুজ্জামানকে জুন ২৯, ১৯৭১এ বাদিউজ্জামান নামক শেরপুরের এক বাসিন্দাকে অপহরণ করে খুন করেন। তিনি ময়মনসিংহের দারা নামক এক ব্যাক্তি সহ ছয়জনকে রামাদানে হত্যা করেন।
গত বছর জুন ৪-এ ট্রাইব্যুনাল কাম্রুজ্জামানকে দোষী পায় মুক্তিযুদ্ধের সময় হত্যা, নিরস্ত্র নাগরিকদের নির্যাতন ও কুকর্মে সহযোগিতা সহ সাতটি মানবতার বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে।
এক তদন্তকারী অধিকর্তা সহ ১৮জন সরকারি সাক্ষী এই মামলায় সাক্ষী দেয়।
পাঁচজন কাম্রুজ্জামানের পক্ষে সাক্ষী দেয়।