Muktijudho

মুক্তিযুদ্ধঃ যুদ্ধাপরাধে মোল্লার যাবজ্জীবন

মুক্তিযুদ্ধঃ যুদ্ধাপরাধে মোল্লার যাবজ্জীবন

| | 27 May 2013, 01:08 pm
ঢাকা, ফেব্রুয়ারি ৫: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার জামাত নেতা আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় ১৯৭১-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার জন্য।

 কড়া নিরাপত্তার মধ্যে ১৩২ পাতার রায় বিচারসভায় পড়ে শোনাবার পর ট্রাইব্যুনাল চেয়ারম্যান জাস্টিস ওবাইদুল হাসান এই সাজা শোনান।

 
মোল্লার বিরুদ্ধে আনা ছয়টির মধ্যে পাঁচটি অভিযোগ কোন দ্বিমত না সন্দেহ ছাড়াই প্রমাণিত হয়, জানান হাসান।
  
৬৫-বছরের মোল্লাকে গত বছর মে ২৮ তারিখে অভিযুক্ত হিসেবে ঘোষণা করা হয় ১৯৭১-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় হত্যা ও গণহত্যায় জড়িত থাকার জন্য।
 
মোল্লার বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই পর্যন্ত যুদ্ধাপরাধের মামলায় তার দ্বিতীয় রায় শোনাল।   
 
জানুয়ারি ২১-এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার প্রথম রায় দেয় নির্বাসিত জামাত নেতা আবুল কালাম আজাদের বিরুদ্ধে।
 
নয়জন জামাত ও বিএনপির নেতার বিরুদ্ধে দুটি বিচারসভায় মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগের মামলা চলছে।