Muktijudho

মুক্তিযুদ্ধঃ কাইসারের জামিন বাতিল

মুক্তিযুদ্ধঃ কাইসারের জামিন বাতিল

| | 27 May 2013, 01:23 pm
ঢাকা, মে ২২: ঢাকার একটি ট্রাইব্যুনাল, যেখানে যুদ্ধাপরাধের মামলার বিচার চলছে, বুধবার হাবিবগঞ্জ পিস কমিটির নেতা সায়েদ মোহাম্মদ কাইসারের জামিনের আর্জি নামঞ্জুর করে।

 জাস্টিস ওবাইদুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাইসারের জামিনের আর্জি শোনার পর এই রায় শোনায়।

 
তিন সদস্যের ট্রাইব্যুনাল জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেয় তারা যেন কাইসারের চিকিৎসার বন্দোবস্ত করে।
 
কাইসার সামরিক স্বৈরশাসক এইচ এম এরসাহদের মন্ত্রিসভার কৃষি সাবেক প্রতিমন্ত্রী ছিলেন।
 
৭৩ বর্ষীয় কাইসার জামিনের আবেদন করেন বার্ধক্য ও তাঁর শারীরিক অবস্থার কারণে।
 
যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত কাইসারকে এপোলো হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই গ্রেফতার করা হয় মঙ্গলবার।
 
ট্রাইব্যুনালের গ্রেফতারের ফরমান জারির পর মে ১৬ থেকে কাইসারকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।