Muktijudho

মুক্তিযুদ্ধঃ ইউসুফের জামিনের শুনানি মঙ্গলবার
ঢাকা, মে ১৩: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার জামাত-এ-ইসলামী নেতা একেএম ইউসুফকে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের জন্য জামিন দেওয়া যায় কিনা স্থির করবে।
দুপক্ষের দলিল শোনার পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান জাস্টিস এটিএম ফাজলে কবির সোমবার পরবর্তী নির্ণয়ের এই তারিখ স্থির করেন।
কুখ্যাত রাজকর সংগঠনের প্রতিষ্ঠাতা ইউসুফ গণহত্যা, খুন, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্মীয় রূপান্তরকরণ ও মানুষের নির্বাসন সহ ১৫টি যুদ্ধাপরাধের চার্জের সন্মুখিন হচ্ছেন।
তাঁর রাজকর সংগঠন পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে হাত মেলায় ১৯৭১-এ তিন লাখ বাংলাদেশীকে হত্যা করার জন্যে।
প্রতিপক্ষ রবিবার ইউসুফের জামিনের আর্জি জমা দেয়, ধানমণ্ডিতে তাঁর বাড়ি থেকে জামাতের নায়েব-এ-আমিরের গ্রেফতারের পরে।
ট্রাইব্যুনাল ইউসুফকে গ্রেফতার করার নির্দেশিকা প্রদান করে।
প্রতিপক্ষ এই বলে ইউসুফের জামিন প্রার্থনা করে যে ৮৭ বর্ষীয় জামাত নেতা বয়সজনিত রোগে আক্রান্ত।
প্রসিকিউটার হৃষীকেশ সাহা আদালতকে জানান যে ইউসুফকে বার্ধক্যের কারণে জামিন দেওয়া উচিত না কেননা তিনি এই কারণে তাঁর রাজনৈতিক কুর্সি থেকে অবসর নেন নি।
"জেলেও তিনি যথেষ্ট চিকিৎসা ও যত্ন পাবেন," জানান সাহা।