Muktijudho

মুক্তিযুদ্ধঃ মোজাহিদের রায় যে কোন দিন

মুক্তিযুদ্ধঃ মোজাহিদের রায় যে কোন দিন

| | 05 Jun 2013, 12:08 pm
ঢাকা, জুন ৫: ঢাকার একটি ট্রাইব্যুনাল বুধবার জানায় যে তারা জামাত-এ-ইসলামী সাধারণ সম্পাদক আলী আহসান মোহাম্মদ মোজাহিদের বিরুদ্ধে আনা মুক্তিযুদ্ধের সময়কালীন সমস্ত অভিযোগের বিচারকার্য সমাপ্ত করেছে ও এবার যে কোন দিন তারা তাঁর বিরুদ্ধে রায় শোনাতে পারে।

 মোজাহিদ বিএনপি সরকারের সময়ের প্রাক্তন টেকনোক্রাট মন্ত্রী ছিলেন। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময়ে খুন, গণহত্যা ও বুদ্ধিজীবীদের হত্যা করার ষড়যন্ত্র সহ সাতটি চার্জ লাগানো হয়েছে।

 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর জাস্টিস ওবাইদুল হাসান এই মামলায় সরকারি ও প্রতিপক্ষের শেষ যুক্তি ও পাল্টা যুক্তি শোনার পর জানান মোজাহিদের বিরুদ্ধে বিচারকার্য সমাপ্ত হল।
 
"এবার যে কোন দিন আমরা এই মামলায় রায় শোনাবো," হাসান বলেন।