Muktijudho

যুদ্ধাপরাধীদের ভোটাধিকার থাকবে না

যুদ্ধাপরাধীদের ভোটাধিকার থাকবে না

| | 02 Sep 2013, 01:35 pm
ঢাকা, সেপ্টেম্বর ২: প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রীপরিষদ সোমবার এই সিদ্ধান্ত নেয় যে ১৯৭১এর মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধে দোষীদের বাংলাদেশে ভোটাধিকার থাকবে না।

 হাসিনা সোমবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীপরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন।

 
মন্ত্রীপরিষদ ভোটার লিস্ট আইনে দ্বিতীয় সংশোধন মঞ্জুর করে যেখানে যুদ্ধাপরাধীদের ভোটাধিকার সম্পর্কিত এই ক্লসটি রয়েছে।
 
ভোটার লিস্ট আইনের খসড়া অনুযায়ী যে ব্যক্তিকে বাংলাদেশ কোলাবোরেটরস অর্ডার, ১৯৭২ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩-র অধীনে দোষী পাওয়া যাবে সে বাংলাদেশে ভোট দিতে পারবে না ও তার নাম ভোটার তালিকায় থাকবে না।
 
এই খসড়াটি সংসদের আগামী অধিবেশনে সন্মতির জন্য পেশ করা হবে।
 
অধিবেশন সেপ্টেম্বর ১২তে শুরু হবে।