Muktijudho

মুক্তিযুদ্ধঃ সয়েদির রায় বৃহস্পতিবার

মুক্তিযুদ্ধঃ সয়েদির রায় বৃহস্পতিবার

| | 27 May 2013, 01:13 pm
ঢাকা, ফেব্রুয়ারি ২৭: ঢাকায় একটি ট্রাইব্যুনাল বৃহস্পতিবার জামাত-এ-ইসলামি নেতা দিলাওয়ার হোসেন সয়েদির বিরুদ্ধে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় করা মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগের অপর তার রায় শোনাবে।

 "রায় স্থির করা হয়ে গেছে। কাল এর ঘোষণা করা হবে," জাস্টিস এটিএম ফাযলে কবির, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর প্রধান জজ, বুধবার বলেন।

 
জামাতের হয়ে নির্বাচিত প্রাক্তন সাংসদ সয়েদির বিরুদ্ধে ১৯৭১এর মুক্তিযুদ্ধের সময় করা লুটপাট, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও জোরপূর্বক ধর্মান্তর সহ ১৯টি চার্জ লাগানো হয়েছে।         
 
জামাতের উপ-সভাপতি সয়েদিকে অক্টোবর ৪, ২০১২তে অভিযুক্ত ঘোষণা করা হয়।