Muktijudho

মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানালো সারা বাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানালো সারা বাংলাদেশ

Tanmoy | | 15 May 2013, 01:42 am
ঢাকা, মার্চ ২৬: সারা বাংলাদেশ মঙ্গলবার শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায় যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য ১৯৭১-এ নিজেদের প্রাণের বলি দেয়।
ঢাকা, মার্চ ২৬: সারা বাংলাদেশ মঙ্গলবার শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায় যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য ১৯৭১-এ নিজেদের প্রাণের বলি দেয়।  

অস্থায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।

 
তাঁরা ভোর ৫.৫৭-এ  স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবতা পালন করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। 
 
সাথে সাথে শিঙ্গা বেজে ওঠে ও সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী রাষ্ট্র অভিবাদন উপস্থাপন করে। 
 
আওয়ামী লীগের প্রেসিডেন্ট হাসিনা তাঁর দলের তরফ থেকেও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
 
প্রধান বিচারপতি এম মুজাম্মেল হোসেন, জাতীয় সংসদের ডেপুটি লিডার সৈয়দা সাজেদা চৌধুরী, মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, রাজ্যের মন্ত্রীরা, তিন সামরিক পরিষেবার প্রধানরা, কূটনীতিকরা, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধারা, আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতারা ও অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিরা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
পরে, অস্থায়ী রাষ্ট্রপতি স্মৃতিসৌধে অতিথিদের খাতায় সই করেন।