Muktijudho

আইসিটিতে আরেকজন প্রসিকিউটর নিয়োগ
ঢাকা,ফেব্রুয়ারি ২০: বাংলাদেশ সরকার ব্যারিস্টার তুরিন আফরোজকে নিয়োগ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগুলির (আইসিটি) প্রসিকিউটর হিসেবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগুলি স্থাপিত হয়েছে যুদ্ধাপরাধের মামলাগুলির বিচারকার্য চালাবার জন্য।
আইনমন্ত্রী শাফিকু আহমেদ জানান তাঁর মন্ত্রালয় এই নিয়োগ অনুমোদিত করে বুধবার।
তিনি জানান তুরিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন।
তুরিনকে নিয়ে সব মিলিয়ে ট্রাইব্যুনালগুলিতে ২২জন প্রসিকিউটর নিযুক্ত হয়েছেন।
দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৯৭১-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় হওয়া মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার চলছে।