Muktijudho

ইউসুফ বিরুদ্ধে অভিযোগ স্থির করা হবে অগাস্ট ১

ইউসুফ বিরুদ্ধে অভিযোগ স্থির করা হবে অগাস্ট ১

| | 24 Jul 2013, 12:45 pm
ঢাকা, জুলাই ২৪: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার জানায় অগাস্ট ১এ মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধে অভিযুক্ত জামাত-এ-ইসলামী নেতা একেএম ইউসুফের বিরুদ্ধে চার্জ ফ্রেম করার নির্ণয় নেবে।

 প্রসিকিউশান ও ডিফেন্সের যুক্তিতর্ক শোনার পরে জাস্টিস ওবায়দুল হাসান এই তারিখ স্থির করেন।

 
প্রসিকিউশান কুখ্যাত রাজকর সংগঠনের প্রতিষ্ঠাতা ইউসুফের বিরুদ্ধে ১৫টি কাউণ্টে চার্জ লাগাবার আবেদন করেছে। সেগুলি হল ১৯৭১এর মুক্তিযুদ্ধের সময় খুলনা এলাকায় গণহত্যা, হত্যা, অপহরণ, কয়েদ, নির্যাতন, অগ্নিসংযোগ আক্রমণ, লুটপাট ও জবরদস্তি হিন্দুদের মুসলমানে ধর্মান্তরিত করা।
 
ডিফেন্স ইউসুফের মুক্তির দাবী জানিয়ে বলে তাঁকে বাংলাদেশের মুক্তির পরে গ্রেফতার করা হয়েছিল ও পরে জেনারেল অ্যামনেস্টি দেওয়া হয়েছিল।
 
তাঁর রাজকর সংগঠন পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে হাত মেলায় ১৯৭১-এ তিন লাখ বাংলাদেশীকে হত্যা করার জন্যে।
 
গত মে মাসে ধানমণ্ডিতে তাঁর বাড়ি থেকে জামাতের নায়েব-এ-আমিরকে গ্রেফতার করা হয়।