Muktijudho

যুদ্ধাপরাধের জন্য আজাদের মৃত্যুদণ্ড

যুদ্ধাপরাধের জন্য আজাদের মৃত্যুদণ্ড

| | 27 May 2013, 01:05 pm
ঢাকা, জানুয়ারি ২১: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ সোমবার মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় তার প্রথম রায় শোনায় যেখানে পলাতক ও নির্বাসিত জামাত সদস্য আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

 এই দিনের জন্য সারা বাংলাদেশ ৪১ বছর অপেক্ষা করেছে।

 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ গঠিত হয়েছিল ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হওয়া মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় অভিযুক্তদের সাজা শোনাতে।
 
সোমবারের এই রায় চূড়ান্ত নিরাপত্তার বেষ্টনীর মধ্যে শোনানো হয়।
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২এর প্রধান বিচারপতি ওবাইদুল হাসান প্রথমে ১১২-পাতা রায় বিচারসভায় পড়ে শোনান।
 
 গত বছর এপ্রিল ৩-এ  আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ আজাদের বিরুদ্ধে গ্রেফতারের ফরমান জারি করার সাত ঘণ্টার মধ্যে জামাতের তখনকার ছাত্র সংগঠন ইসলামি ছাত্র সঙ্ঘের এই প্রাক্তন নেতা গা-ঢাকা দেয়।
 
নভেম্বর ৪-এ আজাদকে মুক্তিযুদ্ধের সময়ের আটটি ঘটনায় দোষী পাওয়া যায়।
 
 যে আটটি ঘটনায় তাকে দোষী পাওয়া যায় যেখানে অন্ততপক্ষে ১২জন নিরস্ত্র মানুষ খুন হয় ও দুজন মহিলাকে ধর্ষণ করা হয় ফরিদপুরে।
 
তদন্তকারী সংস্থার কথায়, আজাদকে জামাত থেকে বহিষ্কৃত করা হয়।