Muktijudho

মুক্তিযুদ্ধঃ মোল্লাকে ফাঁসির নির্দেশ

মুক্তিযুদ্ধঃ মোল্লাকে ফাঁসির নির্দেশ

| | 17 Sep 2013, 06:48 am
ঢাকা, সেপ্টেম্বর ১৭: বাংলাদেশের সুপ্রিম কোর্ট মঙ্গলবার জামাত-এ-ইসলামী নেতা আবদুল কাদের মোল্লাকে ফাঁসির নির্দেশ দেয় ১৯৭১এ মুক্তিযুদ্ধের সময় করা মানবতার বিরুদ্ধে অপরাধের শাস্তিস্বরূপ।

 সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সোমবার জানায় মোল্লার দায়ের করা দুটি আবেদনের ওপর রায় শোনানো হবে মঙ্গলবার।

 
মোল্লা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২এর শোনানো যাবজ্জীবনের সাজার বিরুদ্ধে আবেদন করেন।
 
মোল্লাকে জুলাই ১৩, ২০১০-এ গ্রেফতারিত ঘোষণা করা হয় ১৯৭১-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ৩৪৫ মানুষ খুন করার অভিযোগে।
 
 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ফেব্রুয়ারি ৫ তারিখে জামাতের সহকারী মহাসচিব মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে।
 
৬৫ বর্ষীয় নেতাকে পাঁচটি যুদ্ধকালীন অপরাধমূলক মামলায় দোষী পাওয়া যায়।