Sports

আশরাফুলের নিরাপত্তা নিয়ে চিন্তিত বি সি বি
ম্যাচ গড়াপেটার অভিযোগে সাময়িক সাসপেন্ড হওয়া মহম্মদ আশরাফুলের নিরাপত্তার ব্যাপারে চিন্তিত হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড় (বি সি বি)।
জানা গেছে, দেশের ক্রিকেট দুনিয়ার অন্ধকার দিক নিয়ে আই সি সি\'র অ্যান্টি কোরাপশন অ্যান্ড সিকিওরিটি ইউনিটের কাছে মুখ খোলায় স্বার্থাণ্বেষী মহল চটতে পারে এবং তা প্রাক্তন ক্রিকেট অধিনায়কের নিরাপত্তার পক্ষে হানিকর হতে পারে জেনে বি সি বি চিন্তিত হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।
"এই মূহুর্তে মনে করিনা আমার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনও ভয় আছে। তবে ভবিষ্যতে কী হবে কেউ জানেনা, বিশেষত যখন খবরের কাগজে রোজ এত কিছু খবর বেরিয়ে আসছে," আশরাফুল বলেছেন।