Sports

পাকিস্তানি খেলোয়াড় ছাড়াই বাংলাদেশ প্রিমিয়ার লীগ

পাকিস্তানি খেলোয়াড় ছাড়াই বাংলাদেশ প্রিমিয়ার লীগ

| | 28 May 2013, 04:33 am
ঢাকা, জানুয়ারি ১৬: বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার জানায় যে তাঁরা স্থির করেছেন যে বাংলাদেশ প্রিমিয়ার লীগের দ্বিতীয় সংস্করণ কোন পাকিস্তানি খেলোয়াড় ছাড়াই শুরু হবে।

  "আমরা নির্ণয় নিয়েছি যে বাংলাদেশ প্রিমিয়ার লীগ পাকিস্তানি খেলোয়াড় ছাড়াই শুরু হবে," জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

 
পাপন জানান পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁদের ফোন করে জানিয়েছে যে তাঁরা কোনো খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার লীগের জন্য পাঠাবে না যতক্ষণ না বাংলাদেশ  ক্রিকেট বোর্ড পাক সফরের জন্য একটি তারিখ নির্ধারণ করছে।
 
পাপন বলেনঃ "কোনো নিরাপত্তা মূল্যায়ন ছাড়া আমাদের খেলোয়াড়দের পাকিস্তানে পাঠাবার কোনো প্রশ্নই নেই।"
 
মার্চ ২০০৯-এ লাহোরে শ্রীলঙ্কা টিমের বাসের ওপর সন্ত্রাসবাদীদের হামলার পর থেকে কোন আন্তর্জাতিক ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যায় নি।
 
২০১২ সালে বাংলাদেশের পাকিস্তানে একটি টি২০ ও ওডিআই খেলতে যাবার কথা ছিল। কিন্তু হাই কোর্টের স্থগিতাদেশ পর সেই সফর বাতিল করা হয়।