Sports

ইতিহাস গড়ে বাংলাদেশের জয়

ইতিহাস গড়ে বাংলাদেশের জয়

| | 05 Mar 2015, 12:39 pm
নেলসন, মার্চ ৫- কোয়ার্টার-ফাইনালে পৌঁছানোর স্বপ্ন আরও উজ্জ্বল করে বাংলাদেশ আজ স্কটল্যান্ডকে ছয় উইকেটে বিশ্বকাপের একটি গ্রুপ স্তরের খেলায় হারিয়েছে।

স্কটল্যান্ডের ৮ উইকেটে তোলে ৩১৮ রান তোলার পরে , বাংলাদেশের ব্যাটসম্যানেরা দুর্দান্ত খেলে ৩২২ রানে পৌঁছায়।

 

এই জয়ের পথে বাংলাদেশ ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করার রেকর্ডটিও গড়েছে।

 

তামিম ইকবাল (৯৫), মাহমুদুল্লাহ (৬২), মুশফিকুর রহিম (৬০), সাকিব আল হাসান (৫২*) ও সাব্বির রহমান (৪২*) মিলে লড়াই করে ৩২২ রানে পৌঁছায় ও দেশের মানুষকে বিশ্বকাপ জয় করার স্বপ্ন আরও দৃঢ় করলো বাংলাদেশ।

 

সৌম্য সরকার (২) উইকেট শুরুতে হারালেও, বাংলাদেশের ব্যাটসম্যানেরা আর ম্যাচ থেকে বেরিয়ে জায়নি।

 

তামিম ও মাহমুদুল্লাহর দ্বিতীয় উইকেট জুটিতে ১৩৯ রান তুলে  স্কটল্যান্ডদের বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।

 

দারুণ খেলেও তামিম মাত্র পাঁচ রানের জন্য শতরান করতে পারেনি।

 

স্কটল্যান্ডের জশ ডেভি দুটি উইকেট তুলেছেন।

 

আগে কাইল কোয়েটজারের ১৫৬ রানের উপরে ভর করে স্কটল্যান্ড আঁট উইকেট হারিয়ত৩১৮ রান তোলে।

 


কোয়েটজার নিজের ইনিংসে মেরেছেন ১৭ তা চার ও চারটে ছয়।

 

বাংলাদেশের তাসকিন আহমেদ তিনটি উইকেট নিয়েছেন।