Sports

পোলার্ড-রামদিনের দাপটে প্রথম ম্যাচে হার বাংলাদেশের

পোলার্ড-রামদিনের দাপটে প্রথম ম্যাচে হার বাংলাদেশের

| | 21 Aug 2014, 01:37 am
গ্রেনাডা, আগস্ট ২১- এনামুল হকের দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন উইকেটে হার দিয়ে সফর শুরু করল বাংলাদেশ।

 স্কোরবার্ডে নয় উইকেটে হারিয়ে ২১৭ রান তোলার পরে, বাংলাদেশি বোলারা একের পর পর এক উইকেট তুলতে থাকে।  

মাশরাফি মোর্তাজা,  মাহমুদউল্লাহ, সোহাগ গাজি ও আল আমিনের দাপটে ওয়েস্ট ইন্ডিজের স্কোর  এক সময় ৩৪ রানে ৫ উইকেটে এসে দাঁড়ায়।


 বোলারদের দাপটে তখন ফিরে গেছেন ক্রিস গেইল (৩), কির্ক  এডয়ার্ডস (১০), ডারেন ব্রাভো (৭), লিন্দেল সিমন্স (০) ও দ্বায়েন  ব্রাভো (৫)।

তবে,  কিরণ পোলার্ড ও দিনেশ রামদিনের  অনবদ্ধ ১৪৫ রানের  ষষ্ঠ উইকেট  জুটি পুরো খেলাটার  মোড় ঘুরিয়ে দেয়।

পোলার্ডের  ৭০ বলে ৮৯ ও  রামদিনের  ৭৬ বলে ৭৪রের  সাহায্যে ওয়েস্ট ইন্ডিজ   ৬২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় সিরিজের প্রথম এক দিনের ম্যাচে।


আল আমিনে হোসেন  ৪টি উইকেট নেয়।

আগে, এনামুল হকের ১০৯ রানের ইনিংসের সাহায্যে বাংলাদেশ ২১৭ রান স্কোরবোর্ডে তোলে।

প্রথম উইকেট জুটিতে তামিম ইকবাল (২৬) ও হক মিলে ৪১ রান করলেও , বাংলাদেশের ব্যাটসম্যানরা বুধবার  খুব ভাল প্রদর্শন  করতে পারেনি।

 ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক  দ্বায়েন  ব্রাভো   চার উইকেট নেয়।