Sports

শাস্তি কমানোর জন্য আবেদন করলেন সাকিব

শাস্তি কমানোর জন্য আবেদন করলেন সাকিব

| | 21 Jul 2014, 08:31 am
ঢাকা, জুলাই ২০- বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তাঁর ছয় মাসের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন।

 "আমি দেশবাসী এবং বিসিবি’র নিকট দুঃখ প্রকাশ করছি। আমার কারণে বিসিবি এবং বাংলাদেশ দল যদি ক্ষতিগ্রস্থ হয়, তবে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি,"   সাকিব  সাংবাদিকদের সামনে একটি কাগজ পাঠ করেন।

 সাকিব আল হাসানকে এই মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছয় মাসের জন্য নিষিদ্ধ করে।

 এই  ছয় মাস সাকিব আল হাসান ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পাড়বে না।

বিসিবির সভা শেষে চেয়ারম্যান নাজমুল হাসান বলেন যে বোর্ড সাকিব আল হাসানকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাইরের কোনো লিগে খেলার জন্য অনাপত্তিপত্র দেবে না।

কড়া শব্দে উনি আরও  জানান, "ভবিষ্যতে এমনটা হলে আজীবন নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।"

সাকিব আল হাসানকে ছাড়াই  বাংলাদেশ দল আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে।

 বিসিবির নির্দেশে মেনে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) না খেলে রবিবার সকালে সাকিব আল হাসান দেশে ফিরে আসেন।

 এন ও সি না পেয়েই সিপিএলে খেলার বিষয় কথা বলতে গিয়ে সাকিব বলেন তাঁর সাথে বোর্ডের এই বিষয় হয়তো \'ভুল বোঝাবুঝি\' হয়েছিল।

সাকিব বলে সে  কখনোই বিতর্কে  জরাতে চায়নি।

"আমি ক্রিকেট খেলতে চাই। এটাই আমার প্যাশন।আমি খেলাটিকে খুবই পছন্দ করি," সাকিব জানায়।

দলে না খেলার হুমকির কথা অস্বীকার  করে, সাকিব বলে সে দেশের হয়ে আরও  অন্তত ১০ বছর খেলতে  চায়।