Sports

জিম্বাবুয়কে ১২৪ রানে হারিয়ে সিরিজ জিত্ন বাংলাদেশ

জিম্বাবুয়কে ১২৪ রানে হারিয়ে সিরিজ জিত্ন বাংলাদেশ

| | 26 Nov 2014, 02:21 pm
মিরপুর, নভেম্বর ২৬ঃ টেস্ট সিরিজের পরে, বুধবার জিম্বাবুয়কে তৃতীয় ওয়ানডেতে ১২৪ রানে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশের ক্রিকেটারেরা।

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৯৭ রান করবার পরে, বাংলাদেশের বোলালেরা জিম্বাবুয়েকে মাত্র ৩৯ ওভার ৫ বলে ১৭৩ রানে অলআউট করে দেন।

 

বড় রান তাড়া করতে নেমে প্রথমেই হ্যামিল্টন মাসাকাদজা (১২) ও ভুসি সিবান্দাকে (৯) হারিয়ে সমস্যাতে পরে অতিথিরা।

 

দুটি উইকেটই তুলে নেন মাশরাফি বিন মুর্তজার।

 

তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় জিম্বাবুয়ে এই ম্যাচে আর ঘুরে তাকাতে পারেনি।

 

জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা অপরাজিত ৫৩ রানের ইনিংসটি বাদ দিলে কেউই সেরকম বলবার মত কিছু করতে পারেনি।

 

উনি চারটি চার আর দুটি ছয় মেরেছেন তবে অপর প্রান্তে একের পর এক উইকেট চলে যাওয়ায় সেরমভাবে প্রতিরোধ গড়তে পারেনি।

 

আজও বল হাতে দাপট দেকিয়েছেন আরাফাত সানি। ২৭ রানে ৪ উইকেট নিয়ে ধ্বংস করে দিয়েছেন জিম্বাবুয়কে। মোট ১০ উইকেট নিয়ে এই মুহূর্তে সিরিজে সব থেকে সফল বোলার হলেন এই বাংলাদেশি ক্রিকেটার।

 

বাংলাদেশের ইনিংসে, প্রথম উইকেটে এনামুল হক (৯৫) ও তামিম ইকবাল (৪০) মিলে ১২১ রান তুলে বেশ দারুন একটা সূচনা করেছিলেন।

 

তামিমের রান অউট হওয়াতে ২৫।৫ ওভারের মাথায় ভাঙ্গে এই জুটি।

 

১২০ বলের ইনিংসটিতে নয়টি চার মেরেছেন এনামুল।

 

পরে সাকিব আল হাসান (৪০) ও মুশফিকুর রহিম (৩৩) মিলে চতুর্থ উইকেটে ৭২ রান তোলে।

 

মাহমুদুল্লাহ ৩৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

 

শেষ কয়েকটা ওভারে দ্রুত রান তুলে বাংলাদেশের ব্যাটসম্যানেরা প্রায় তিনশর কাছে তাদের স্কোর পৌঁছে দেন।

 

জিম্বাবুয়ের হয়ে পানিয়াঙ্গারা ২ উইকেট তোলেন।

 

এই ম্যাচে জেতার সাথে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।