Sports

 আয়ারল্যান্ডের কাছে হার বাংলাদেশের

আয়ারল্যান্ডের কাছে হার বাংলাদেশের

| | 12 Feb 2015, 07:32 am
সিডনি, ফেব্রুয়ারি ১২- বিশ্বকাপের আগে আবার বড় ধাক্কা খেলো বাংলাদেশ। শেষ প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের কাছে ৪ উইকেটে হারল মাশরাফি বিন মুর্তজার দল।

সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্কে, তস জিতে আয়ারল্যান্ড প্রথমে বাংলাদেশকে ব্যাত করতে পাঠায়।

 

তবে আয়ারল্যান্ডের বোলারদের সামনেও মুখ থুবড়ে পরল ব্যাটসম্যানেরা ।

 

মাত্র ৪৮ ওভার ২ বলে ১৮৯ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

 

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সৌম্য সরকারকে (৪৫) বাদ দিলে আর কেউ সেরকম বলবার মত রান করতে পারেনি।

 

মাশরাফি (২২) সাব্বির রহমান (২০), মুশফিকুর রহিম (২৬) ও এনামুল (২৫) ভাল শুরু করলেও শেষপর্যন্ত খুব বড় রান যোগ করতে পারেনি।

 

তামিম ইকবাল (৪), মুমিনুল (৮), সাকিব আল হাসান (৮) ও নাসির হোসেন (৬) সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন।

 

মাশরাফি বিন মুর্তজার ২২ রানটি শেষ পর্যন্ত ২০০-র কাছে নিয়ে যায় স্কোরটি।

 

বিপক্ষের ম্যাক্স সরেনসেন ও জন মুনি তিনটি করে উকেট তুলেছেন।

 

জবাবে আয়ারল্যান্ড মাত্র ৪৬ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে ১৯০ রান তুলে ফেলে।

 

এড জয়েস (৪৭) ,কেভিন ও’ব্রায়েন (২৩) রান করলেও, আয়ারল্যান্ডের হয়ে সর্বাধিক রান করেন বেলব্রিন।

 

ম্যাচের শেষে ৭৯ বল খেলে ৬৩ রান তুলে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান।

 

বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ২৯ রানে ২ উইকেট সংগ্রহ করেন।