Sports

স্পট ফিক্সিং-এর অভিযোগ কবুল করল আশরাফুল
ঢাকা, জুন ৪: বাংলাদেশি ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল মঙ্গলবার স্বীকার করেন যে বাংলাদেশ প্রিমিয়ার লীগের দ্বিতীয় সংস্করণের সময় তিনি স্পট ফিক্সিং-এ জড়িত ছিলেন।
"আমি জীবনে অনেক ভুল করেছি আর ক্রিকেটের স্বার্থে আমি নির্ণয় নিয়েছি যে সবাইকে আমি সত্যি কথাটা জানাবো," ঢাকার বনশ্রীতে এক সাংবাদিক সন্মলনে একথা জানান আশরাফুল।
"আমি আশা করি আমি যা করেছি তার জন্যে দেশ আমায় ক্ষমা করে দেবে," তিনি বলেন।
জিজ্ঞেস করতে যে ঢাকা গ্লাডিয়েটার তাঁর ওপর কোন চাপ সৃষ্টি করেছিল কিনা, আশরাফুল বলেনঃ "আমি যা বলার তা আইসিসির দুর্নীতি বিরোধী কমিটিকে জানিয়েছি প্রথম বারেই। আমি আর এই নিয়ে মন্তব্য করতে পারব না।"