Sports

আফগানিস্তানকে ১০৫ রানে হারাল বাংলাদেশ

আফগানিস্তানকে ১০৫ রানে হারাল বাংলাদেশ

| | 18 Feb 2015, 01:10 pm
ক্যানবেরা ,ফেব্রুয়ারি ১৮- বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানে হারিয়ে, জয়ের সাথেই তাদের বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ।

২৬৭ রানে আল আউট হয়ে যাওয়ার পরে, বাংলাদেশের বোলারেরা দুর্দান্ত বল করে মাত্র ১৬২ রানে শেষ করে দিয়েছন আফগানিস্তানকে।

 

বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মাত্র ২০ রান দিয়ে তিনটি উইকেট তোলেন ম্যাচে।

 

বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান দুটি উইকেত পেয়েছেন।

 

২৬৮ রান তারা করতে নেমে প্রথমেই আফঘানিস্তান তিনটি উইকেট হারায়।

 

মাত্র তিন তানে তিনটি উইকেট হারানোয় আফগানিস্তান শুরুতেই সাঙ্ঘাতিক আঘাত পায়।

 

সামিউল্লাহ শেনওয়ারি(৪২) ও মহম্মদ নবি (৪৪) কিছুক্ষণ প্রতিরোধ গড়েছিলেন, তবে শেষ পর্যন্ত ১৬২ রানেই গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস।

 

আগে ব্যাট করে বাংলাদেশ ৫০ ওভারে ২৬৭ রানে আল আউট হয়ে যায়।

 

১১৯ রানে চার উইকেট হারিয়ে আফগানিস্তানের বোলারদের সামনে প্রায় ৩০ ওভার পর্যন্ত বেশ চাপের মধ্যে ছিল বাংলাদেশ।

 

সাকিব আল হাসান (৬৩) ও মুশফিকুর রহিম (৭১) মিলে পঞ্চম উইকেট জুটিতে ১১৪ রান তুলে ম্যাচে ফেরায় বাংলাদেশকে। পরে মাশরাফি নয় বল খেলে ঝড়ো ১৪ রান করে ২৬০ রানের গণ্ডিটি পার করেন।

 

গত বছর এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়েছিল এই আফগানিস্তান দল।