Sports

শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

| | 26 Feb 2015, 01:40 pm
মেলবোর্ন, ফেব্রুয়ারি ২৬- বৃহস্পতিবার বিশ্বকাপের তাদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯২ রানের ব্যবধানে হারল বাংলাদেশ।

প্রথম ব্যাট করে শ্রীলঙ্কা ৩৩২ রানে ১ উইকেট তোলার পরে তাদের বোলারেরা ৪৭ ওভারে ২৪০ রানে অলআউট করে দেয় বাংলাদেশকে।

 

তিলকারত্নে দিলশান (১৬১) ও কুমার সাঙ্গাকারা (১০৫) দুজনেই শতক করে শ্রীলঙ্কাকে এই বড় রান তুলতে সাহায্য করেছেন।

 

দুর্দান্ত খেলে, দুজনে মিলে শেষ ১২ ওভারে ১২৮ রান তোলেন।

 

সাঙ্গাকারার আগে, প্রথম উইকেট জুটিতে লাহিরু থিরিমান্নে (৫২) ও দিলশান মিলে ১২২ রান তোলেন। এই দুজনের ঝোড়ো ব্যাটিংয়ের দাপটে শুরুতেই সমস্যায় পরে বাংলাদেশে।

 

ম্যাচের ২৫ নম্বর ওভারে রুবেল হোসেন থিরিমান্নেকে আউট করে প্রথম উইকেট তুলে ফেলেও আর একটিও শ্রীলঙ্কার ব্যাটসম্যানকে ফেরাতে পারেনি বাংলাদেশের বোলাররা।

 

এর সাথে বাজে ফিল্ডিংয়ের সুবিধা নিয়ে দ্রুত রান তোলে শ্রীলঙ্কা।

 

এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ২৪০ রান তোলে বাংলাদেশ।

 

সাব্বির রহমান সর্বাধিক ৫৩ রান করেন।



শ্রীলঙ্কার বোলার লসিথ মালিঙ্গা ৩৫ রান দিয়ে তিন উইকেট তুলে বাংলাদেশকে শেষ করে দেন।

 

চলতি বিশ্বকাপে আজকেই প্রথবার বাংলাদেশ দল হেরেছে।

 

তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন পুল এ তে চতুর্থ স্থানে আছে।

 

ম্যাচের শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা বলেছেন যে ওনার দল আজকের ম্যাচে \'ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং\' ভাল করেনি।

 

উনি বলেন যে বিশ্বকাপে বহাল ফল করতে হলে ওনাদের কঠোর পরিশ্রম করতে হবে।