Sports

Bangladesh Cricket team scripts victory

Bangladesh Cricket team scripts victory

Bangladesh Live News | @banglalivenews | 29 Jun 2018, 06:24 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুন ২৯ : জাহানারার মারত্মক বোলিংয়ের ওপর ভর করে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতলো বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।

 বাংলাদেশের ইতিহাসের প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান জাহানারা।

 

৪ ওভার বল করে ২৮ রান খরচায় ৫ উইকেট নেন তিনি। একদম শেষ বলে গিয়ে।

 

ঠান্ডা মাথার ফিনিশিংয়ে শেষ বলে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন ফাহিমা খাতুন।

 

বৃহস্পতিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ৪ উইকেটের এই জয় ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ দল।


টসে হেরে বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করে স্বাগতিক আয়ারল্যান্ড। আইরিশদের ৮ উইকেটের মধ্যে পাঁচটিই নেন দেশসেরা পেসার জাহানারা আলম।


স্বাগতিকদের করা ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ।

 

ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান শামীমা সুলতানা। দ্বিতীয় উইকেটে প্রাথমিক ধাক্কা সামাল দেন আয়েশা রহমান ও ফারজানা হক। দুজনে মিলে গড়েন ৩৪ রানের জুটি। ২৩ বলে ২৪ রান করেন আয়েশা।


তৃতীয় উইকেটে দলকে এগিয়ে নিতে থাকেন ফারজানা ও নিগার সুলতানা। তবে ফারজানা ধীরগতির ব্যাটিং চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। ইনিংসের ১৩তম ওভারে ২৫ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন ফারজানা। বাংলাদেশের সংগ্রহ তখন ৩ উইকেটে ৬৮ রান। শেষের ৭ ওভারে বাঘিনীদের জয়ের জন্য দরকার ছিল ৬০ রান। জয়ের আশা বাঁচিয়ে রেখে ব্যাট করছিলেন নিগার সুলতানা। দারুণ শুরু করেও খুব বেশি কিছু করতে পারেননি রোমানা আহমেদ। ৬ বলে ৭ রান করে ফিরে যান তিনি। জয়ের জন্য বাংলাদেশের তখন প্রয়োজন ২৮ বলে ৪৭ রান।


তখনই ম্যাচের দখল পুরোপুরি নিয়ে নেন অলরাউন্ডার ফাহিমা খাতুন।

 

নিগার সুলতানাকে সাথে নিয়ে ১৪ বলে ২৭ রান যোগ করেন তিনি। দলের পক্ষে ৪৬ রানের ইনিংস খেলে আউট হন নিগার সুলতানা।

 

তবে অপর প্রান্তে বাংলাদেশের জয়ের আশা বাঁচিয়ে রেখে খেলছিলেন ফাহিমা। শেষের ১২ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান।

 

১৯তম ওভারেই ১৪ রান নিয়ে সমীকরণ সহজ করে নেন ফাহিমা ও সানজিদা ইসলাম। শেষ ওভারে জয়ের জন্য বাকি ছিল মাত্র ৪ রান। দায়িত্বশীলতার পরিচয় দিয়ে শেষ বল থেকে প্রয়োজনমাফিক ১ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন ফাহিমা। শেষ পর্যন্ত ৩ চারের মারে ১৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশ পায় ৪ উইকেটের অসাধারণ জয়।

 


শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে দুই দল।