Sports

কাল বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ, বৃষ্টির চোখ রাঙানি

কাল বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ, বৃষ্টির চোখ রাঙানি

| | 20 Feb 2015, 12:54 pm
ব্রিসবেন, ফেব্রুয়ারি ২০- শুক্রবার আইসিসি জানিয়েছেন যে যদি বাংলাদেশে আর অস্ট্রেলিয়া ম্যাচটি সাইক্লোন ম্যার্সিয়ার প্রভাবে বৃষ্টির জন্য পরিত্যক্ত হয় অথবা দুই ইনিংস মিলে ২৫ ওভারের কম খেলা হলে, দর্শকদের টিকেটের টাকা ফেরত দেওয়া হবে।

আফগানিস্তানকে হারানোর পরে, বাংলাদেশের ক্রিকেটারদের থেকে শুরু করে গোটা দেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচটির জন্য আধির আগ্রহে অপেক্ষা করছে।

 

আজ বৃষ্টির জন্য বাংলাদেশ দল ইনডোরে অনুশীলন করেছেন।

 

ম্যাচের বিষয় আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছেঃ "ম্যাচটা হবে এ প্রত্যাশা নিয়েই আমাদের প্রস্তুতি নিতে হবে যেহেতু গ্রুপ পর্বের ম্যাচের জন্য কোনো সংরক্ষিত দিন নেই।"

 

"ম্যাচের ব্যাপারে পরিস্থিতি বুঝে তবেই আগামীকাল (শনিবার) সিদ্ধান্ত নেবেন আইসিসি ম্যাচ অফিশিয়ালরা," আইসিসি জানিয়েছে।

 


আইসিসি বলেছে যে ম্যাচটি দেরিতে শুরু হলেও আয়োজন করা হবে।

 

" দুটি দল ন্যূনতম ২০ ওভার খেলতে পারলেই একটি ম্যাচে সফলভাবে সম্পন্ন সম্ভব," আইসিসি বলেছে।

 

"এবং সূচি অনুযায়ী দেখা যাচ্ছে যে ইনিংস বিরতির সময় যদি খেলা শুরু হয় তাহলেও ফল আসা সম্ভব হবে," আইসিসি জানিয়েছে।