Sports

BCB summons Mosaddek, Sabbbir

BCB summons Mosaddek, Sabbbir

Bangladesh Live News | @banglalivenews | 30 Aug 2018, 11:44 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ৩১: মোসাদ্দেক হোসেন সৈকত ও সাব্বির রহমানকে আগামীকাল শনিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তলব করেছে।

নির্দিষ্ট কী কারণে ডাকা হয়েছে তা জানা না গেলেও সাম্প্রতিক সময়ে তাদের ওপরে ওঠা বিতর্কিত অভিযোগের বিষয়গুলো নিয়ে বসা হবে বলে ধারণা করা হচ্ছে।

 

এর আগে টাইগার ব্যাটিং অলরাউন্ডার সৈকতের বিরুদ্ধে সাবেক স্ত্রীর করা ১০ লাখ টাকা যৌতুক মামলার বিষয়টি সম্পর্কে অবগত হয় বিসিবি। তবে মামলা হওয়ায় সঙ্গে সঙ্গেই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি। সৈকতের বিরুদ্ধে যৌতুকের মামলা হলেও বাংলাদেশের এই ক্রিকেটার তা অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, আরও ১০ দিন আগেই তার স্ত্রীকে তালাক দিয়েছেন তিনি। তাই প্রতিশোধপরায়ন হয়ে তার ইমেজ নষ্ট করতেই এমন মামলা করা হয়েছে।


অন্যদিকে নারীঘটিত ব্যাপার এবং দর্শকদের গালিগালাজ ও প্রহার করায় ব্যাপকভাবে সমালোচিত হন সাব্বির। এসব অপরাধে তাকে একাধিকবার আর্থিক জরিমানাও করা হয়েছে। এছাড়া ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাসের নিষেধাজ্ঞাও দেয় বিসিবি।