Sports

সাকিব আবার বিশ্বে এক নম্বর অলরাউন্ডার
ঢাকাঃ একদিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের জায়গাটি ফিরে পেলেন বাংলাদেশের সাকিব অল হাসান।
ক\'দিন আগেও যিনি শীর্ষে ছিলেন, সেই মহম্মদ হাফিজের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ পারফরম্যান্সের ফলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বিচারে তালিকার প্রথম জায়গাটিতে আবার উঠে এলেন সাকিব।
এর আগে জিম্বাবোয়ে সফরে বাংলাদেশ দলের বিপর্যয়ের ফলে সাকিব তাঁর এক নম্বর জায়গাটি হারিয়েছিলেন হাফিজের কাছে। কিন্তু ইংল্যান্ডে চলতে থাকা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটিঙে তিন ম্যাচে মাত্র ৩৮ রান করে ১২।৬৬ গড়ে থাকা হাফিজ বল হাতেও ব্যর্থ। তিন ম্যাচে তাঁর শিকার মাত্র দু\'টি। এর ফলে তাঁর পয়েন্ট কমে দাঁড়ায় ১৮২-তে, যা ১৮৭ থেকে পাঁচ কম।
এই বছরের জানুয়ারি মাস থেকেই সাকিব এবং হাফিজ পর্যায়ক্রমে একদিনের ক্রিকেটে এক নম্বর অলরাউন্ডারের জায়গাটি দখল করে রাখছেন।
টেস্ট ক্রিকেটে অল রাউন্ডার হিসেবে সাকিব এই মূহুর্তে বিশ্বে দু\'নম্বর, দক্ষিন আফ্রিকার জাক কালিসের পরেই।