Sports

Corona scare: BCB not in doubt over Mujib year series

Corona scare: BCB not in doubt over Mujib year series

Bangladesh Live News | @banglalivenews | 09 Mar 2020, 05:47 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মার্চ ৯ : রোববার দুপুরে বাংলাদেশে ৩ জন করোনা সংক্রমিত কোভিড-১৯ রোগীর সন্ধান মিলেছে। এই খবর চারিদেকে চাউর হয়েছে। এরপরও সংশয়ে নেই বিসিবি।

দেশে চলছে এখন জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিহেট সিরিজ চলছে। যা শেষ হবে ১১ মার্চ।

এরপর মুজিববর্ষ উদযাপনে দুই ম্যাচের বিশেষ টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এতে মুখোমুখি হবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ।

বর্তমান তারকা ক্রিকেটারদের নিয়েই করা হবে এ দুই ম্যাচ।

কিন্তু করোনার বর্তমান পরিস্থিতি বিশেষ করে দেশে করোনা শনাক্ত হওয়ার পর বিশ্বের নামি তারকারা খেলতে আসবেন কি না- সে ব্যাপারে একটা সংশয় তৈরি হয়েছে। এছাড়াও যেহেতু গণজমায়েতের ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে, সেহেতু মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই বিশেষ সিরিজ আয়োজন খানিক ঝুঁকিপূর্ণও বটে। তবে এ বিষয়টি নিয়ে এখনই ভাবতে রাজি নয় বিসিবি।


রোববার বোর্ডের আনুষ্ঠানিক সভার সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘ করোনার ব্যপাওে এই মুহূর্তে কিছু বলা যাবে না, এটা আসলে কোনো দেশই বলতে পারে না। তবে আমরা নিশ্চিত এতে কোন সমস্যা হবে না ‘।


তিনি আরও বলেন, ‘সামনে কি পরিস্থিতি হয় সে ব্যাপারে তো আমরা জানি না। করোনাভাইরাস সব দেশেই পাওয়া যাচ্ছে। সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে উদ্ধুত পরিস্থিতির উপর।