Sports

শেষ গ্রুপ ম্যাচে লড়াই করেই হারল বাংলাদেশ

শেষ গ্রুপ ম্যাচে লড়াই করেই হারল বাংলাদেশ

| | 13 Mar 2015, 03:19 pm
হ্যামিল্টন, মার্চ ১৩- শুক্রবার বিশ্বকাপে নিজেদের গ্রুপ স্তরের শেষ খেলায় নিউজিল্যান্ডের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ২৮৮ রান তোলে বাংলাদেশের ব্যাটসম্যানেরা। তবে সহজে হার না মেনে কোয়ার্টার-ফাইনালের আগে বেশ লড়াই করতে দেখা গেল বাংলাদেশের খেলোয়াড়দের। কঠিন সংঘর্ষের পরে, সাত বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে ২৯০ রানের লক্ষ্যে পৌঁছায় নিউজিল্যান্ড।

 

হারের পরেও গ্রুপ \'এ\' তে চতুর্থ স্থানে শেষ করতে চলেছে বাংলাদেশ। সামনে কোয়ার্টার-ফাইনালে হয়তো তারা মুখোমুখি হতে চলেছেন বিশ্বকাপ জয়ী দল ভারতের বিপক্ষে।

 

শুরুতে সাকিব আল হাসানের দুর্দান্ত বলের সামনে দুটি দ্রুত উইকেট হারায় নিউজিল্যান্ড।

 

ব্রেন্ডন ম্যাককালাম (৮) ও উইলিয়ামসন (১) কে ফিরিয়ে দেন সাকিব। এক সময় ৩৩ রানে দুই উইকেট হারিয়ে বেশ সমস্যায় পরেছিল ম্যাককালামের দল। আর এই দুই উইকেট তোলেন সাকিব।

 

তবে মার্টিন গাপটিল (১০৫) রস টেইলর (৫৬) মিলে তৃতীয় উইকেটের জুটিতে ১৩১ রান তুলে আবার নিউজিল্যান্ডকে ফিরিয়ে আনেন ম্যাচে।

 

তবে গাপটিলকে ফিরিয়ে সাকিব আবার বাংলাদেশকে ম্যাচে ফেরান।

 

নিজের ১০০ বলের ইনিংসে গাপটিল মেরেছেন ১১টি চার ও ২টি ছক্কা।

 

গ্র্যান্ট এলিয়ট দ্রুত ৩৪ বলে ৩৯ রান তুলে নিউজিল্যান্ডের হয়ে কঠিন লড়াই করেন।

 

এক সময় ৬ উইকেটে হারিয়ে ২৪৭ রান তুলে সমস্যায় পরে নিউজিল্যান্ড। তবে সেই পরিস্থিতি থেকে ম্যাচ বাংলাদেশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যান কোরি অ্যান্ডারসনের (৩৯), ড্যানিয়েল ভেট্টোরির (১৬) ও টিম সাউদি (১২)।

 

বাংলাদেশের হয়ে সেরা বোলিং করেন সাকিব (৪/৫৫)।