Sports

India beat Bangladesh to lift Asia Cup

India beat Bangladesh to lift Asia Cup

Bangladesh Live News | @banglalivenews | 28 Sep 2018, 03:26 pm
দুবাই, সেপ্টেম্বর ২৯ঃ দুর্দান্ত খেলে আজ আবার একবার এশিয়া কাপের ফাইনালে হেরে গেছে বাংলাদেশ।

ভারতের কাছে তিন উইকেটে হেরে এই টুর্নামেন্টের থেকে আবার একবার ফাইনালে হার নিয়ে ফিরে আসতে হচ্ছে বাংলাদেশকে।

 

প্রথমে টসে হেঁটে ব্যাট করে ২২২ রান তোলে বাংলাদেশ।

 

তবে, শুরুটা দারুণ হয়েছিল।

 

বিনা উইকেটে ১২০ থেকে ২২২ রানে অলআউট  হয়ে যাওয়ার আক্ষেপটা থেকে যাবে বাংলআদেশের দর্শকদের।

 

লিটন (১২১) ও মিরাজ (৩২) দারুণ শুরু করলেও, শেষ পর্যন্ত ভারতীয় বোলারেরা দারুণ বল করে ম্যাচে ফিরে আসে।

 

লিটন ১২ টি চার ও দুটি ছক্কা মারেন। তবে, এই দুই ওপেনার ফিরে যাওয়ার পরে ভেঙ্গে পরে বাংলাদেশ ইনিংস।

 

সৌম্য (৩৩) আর কেউ রান করতে পারেনি।

 

কুলদীপ (৩/৪৫) দারুণ বল করেন ভারতের হয়ে।

 

পরে, রান তাড়া করতে নেমে, বাংলাদেশ ও ভারত দুই দল দারুণ খেলেছে এই ফাইনাল ম্যাচে।

 

ম্যাচের ফল কি হবে তার জন্য অপেক্কাহ করতে হয়েছে শেষ বল পর্যন্ত।

 

তবে, হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া কেদার যাদব ২৩ রানে অপরাজিত থেকে শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়েছেন।

 

দারুণ একটি ইনিংস খেলে গেলেন উনি।

 

শেষ ওভারে মাত্র ৬ রান দরকার ছিল ভারতীয় ছেলেদের।

 

মাহমুদউল্লাহ শেষ ওভারে ছয় রান আটকাতে পারেনি।

 

১ বলে ১ রান দরকার থাকার মুহূর্তে যাদব নিজের ব্যাটের জাদুতে ম্যাচ জিতে ট্রফি ভারতের ঝুলিতে সপ্তমবারের জন্য তুলে দেন।

 

বাংলাদেশের দর্শকদের জন্য আবার একবার মন খারাপ নিয়ে মাঠ ছাড়তে হল।

 

Image: BCCI Twitter page