Sports

 ওয়েস্ট ইন্ডিজকে হারাল আয়ারল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজকে হারাল আয়ারল্যান্ড

| | 16 Feb 2015, 02:38 pm
নেলসন, ফেব্রুয়ারি ১৬- চলতি বিশ্বকাপের প্রথম অঘটনটি সোমবার নেলসনে ঘটে গেল যখন আয়ারল্যান্ড চার উইকেতে হারিয়ে দিল দুই বারের বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজকে।

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ সাত উইকেত হারিয়ে ৩০৪ রান তোলেন। তবে আয়ারল্যান্ডের পল স্টার্লিং (৯২)জয়েস(৮৪) ও নায়াল ও’ব্রায়েন (৭৯) মিলে ২৫ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে যায়।

 

তাঁর এই অসাধারণ ইনিংসে মেরেছেন নয়টি চার ও তিনটে ছয়। 

 

শেষ দিকে বেশ কয়েকটি কিছু দ্রুত উকেট হারানোর পরেও, নায়াল ও’ব্রায়েন অপরাজিত থেকে মোট ছয় উইকেট হারিয়ে ৩০৭ রানের লক্ষ্যে পৌঁছে দেন আয়ারল্যান্ডকে।

 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেইলর তিনটে উইকেট নিয়েছেন।

 

আগে লেন্ডল সিমন্সের( ১০২) শতক ও ডারেন স্যামির (৮৯) সাহায্যে আয়ারল্যান্ডের সামনে বড় লক্ষ্যই দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে এক সময় ৮৭ রানের মাথায় পাঁচ উকেট হারিয়ে ফেলেছিল প্রাক্তন বিশ্বকাপ জয়ী দলটি।


আয়ারল্যান্ড আগেও পাকিস্তান (২০০৭) ও ইংল্যান্ডের (২০১১) র মত দলকে বিশ্বকাপে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে।