Sports

সিরিজের শেষ ম্যাচেও হারল বাংলাদেশ

সিরিজের শেষ ম্যাচেও হারল বাংলাদেশ

| | 26 Aug 2014, 04:58 am
সেন্ট কিটস, আগস্ট ২৬- বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা কেউ কেউ হয়তো ভেবেছিলো এইবার তারা জিতবে, তবে অধিনায়ক মুশফিকুর রহিমের দল তৃতীয় ও শেষ ওয়ান ডেতে ৯১ রানে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজের কাছে।

 সিরিজ আগেই হাতছারা হয়েছে, এই ম্যাচে হেরে পুরো ৩-০ তে \'ওয়াইট ওয়াশ\' হল বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিশাল  ৩৩৯ রানের  লক্ষ্য তারা করতে গিয়ে বাংলাদেশ আট উইকেট হারিয়ে  ২৪৭ রান তোলে পঞ্চাশ ওভারে।

ওপেনার তামিম ইকবালের ৫৫ ও মুশফিকুর রহিমের ৭২ রান করা বাদ দিলে তেমন কিছু বলবার মত ছিল না বাংলাদেশের ইনিংসে।

বহুদিন পরে রান পেলেন তামিম আর তাঁর ইনিংসে মারলেন নয়টা চার।

 রহিম তাঁর  ১১৩-বলের  ইনিংসে মারলেন আটটা চার।

পরে মাহমুদউল্লাহ (২৭), নাসির হোসেন (২৬), সোহাগ গাজী (২৪), মাশরাফি বিন মুর্তজার (১৫) কিছুটা হলেও হারের ব্যাবধান কমাতে সাহায্য করেছে।

ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার রবি রামপাল ২৯ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন।

আগে, দিনেশ রামদিনের ক্যারিয়ারসেরা ১৬৯ ও ড্যারেন ব্রাভোর ১২৪ রানের  ইনিংসগুলির সাহায্যে ওয়েস্ট ইন্ডিজ সাত উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলেন।