Sports

চন্দিকা হাথারুসিংহে টেস্ট দলের কোচ হলেন

চন্দিকা হাথারুসিংহে টেস্ট দলের কোচ হলেন

| | 20 May 2014, 06:11 am
ঢাকা, মে ২০- শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে শ্রীলংকার পাক্তন টেস্ট ব্যাটসম্যান চন্দিকা হাথারুসিংহেকে নিয়োগ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

 আগের কোচ শ্যেন যুরগেনসেন  তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই  পদত্যাগ করায় আনা হচ্ছে চন্দিকাকে। যুরগেনসেনের মেয়াদ ছিল ২০১৫ সালের বিশ্বকাপ অবধি। 

 
৪৫ বছর বয়স্ক এই শ্রীলংকার কোচের সঙ্গে বোর্ডে চুক্তি দু\'বছরের। শ্রীলংকার হয়ে  ১৯৯১ থেকে ১৯৯৯ পর্যন্ত মোট ২৬টি টেস্ট  এবং ৩৫টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা হাথারুসিংহে আগামী মাসে ভারতের বিরুদ্ধে তিনটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিতে সম্মত হয়েছেন বলে জানা গেছে। ১৫ই জুন থেকে শুরু হতে চলা এই সিরিজটিতে বাংলাদেশ দলকে পরিচালনা করতে দশ তারিখেই চলে আসছেন তিনি।
 
এর আগে হাথারুসিংহে নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ ছিলেন। এই প্রথম কোনও টেস্ট দলের প্রধান কোচ হচ্ছেন তিনি।
 
তাঁকে নিয়ে ২০০০ সালে থেকে এ পর্যন্ত ন\'জন বিদেশি বাংলাদেশ টেস্ট দলের প্রধান কোচ হলেন। 
 
শেষ তিন জন- স্টুয়ার্ট ল, রিচার্ড পাইবাস এবং যুরগেনসেন চুক্তির সময়সীমা শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন।  
 
 হাথারুসিংহের সঙ্গে বিসিবি আর এক শ্রীলংকান, মারিও ভিল্লাভারায়ানকে জাতীয় দলের কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ করেছে।