Sports

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়ান গেমসের দল ঘোষণা করল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়ান গেমসের দল ঘোষণা করল

| | 15 Aug 2014, 12:54 pm
ঢাকা, আগস্ট ১৫- বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুক্রবার এশিয়ান গেমসের জন্য পুরুষ ও মহিলা দলগুলিকে ঘোষণা করেছে।

 দুই দলেই ১৫ জন খেলোয়ারের নাম  ঘোষণা করা হয়েছে।

বিয়ের জন্য দেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম  এশিয়ান গেমসে খেলতে পারবেন না।

তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েসসহ এক  ঝাঁক তারকারা পুরুষদের দলে স্থান পেয়েছে।

বাংলাদেশের দল চার বছর আগে  এশিয়ান গেমসে জেতা তাদের সোনার  মেডেলটিকে রক্ষা করতে মাঠে নামবে।

চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে  ২০১০ সালে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে তারা সোনা জিতেছিল  বাংলাদেশ।

দেশের মহিলা দল   এশিয়ান গেমসে রুপো জিতেছিল।

দক্ষিণ কোরিয়ার ইনচনে এইবার  এশিয়ান গেমসের আসর বসবে।

ছেলে ও  মেয়েদের দল নিচে দেওয়া হলঃ

ছেলে:
তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, মো. মিঠুন, শামসুর রহমান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সোহাগ গাজী, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, আল আমিন হোসেন ও তাসকিন আহমেদ।

মেয়ে:

রুমানা আহমেদ, শায়লা শারমিন, লতা মণ্ডল, খাদিজাতুল কুবরা, ফারজানা হক, সালমা খাতুন, পান্না ঘোষ, নুজহাত তাসনিয়া, জাহানারা আলম, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, সানজিদা ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, সোহেলি আক্তার ও শাহনাজ পারভীন।