Sports

 মোসাদ্দেকের শতরানে সুবিধায় অনুর্দ্ধ-১৯ বাংলাদেশ

মোসাদ্দেকের শতরানে সুবিধায় অনুর্দ্ধ-১৯ বাংলাদেশ

| | 12 Aug 2013, 12:34 pm
লন্ডন,অগাস্ট ১১ ঃ মোসাদ্দেক হোসেনের অপরাজিত শতরানের উপর ভর করে ত্রিদেশীয় অনুর্দ্ধ ১৯ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বাংলাদেশ।

 জেতার জন্য ২৮৭ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের অনুর্দ্ধ ১৯ খেলোয়াড়রা ৩৬ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭২ তুলে রান রেটে পিছিয়ে আছে।

 
এর আগে বাংলাদেশ  টসে জিতে প্রথমে ব্যাট করতে নামলে ওপনিং জুটিতে সাদমান ইসলাম ও শাহরিয়ার সুমন ৫৭ রান তোলার পর  সুমন ব্যক্তিগত ৩৭ রান করে আউট হয়ে যান। খুব শিগগিরই বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায় অধিনায়ক মেহদি হাসান উইলিয়াম রোডসের বলে আউট হলে।এর পরে সাদমানন এবং মোসাদ্দেক তৃতীয় উইকেটে জুড়ি বেঁধে ১৬২ রান তুলে বাংলাদেশকে সুবিধাজনক অবস্থায় দাঁড় করিয়ে দেন।
 
ইংরেজ বোলাররা আপ্রাণ চেষ্টা করেও বহুক্ষন পর্যন্ত মোসাদ্দেক-সাদমান দূর্গে ফাটল ধরাতে পারেনি। শেষ পর্যন্ত বাঁ হাতি পেসার টম বারবারের একটি বলে আউট হয়ে সাদমান প্যাভিলিয়নে ফেরেন। ১২৬ বলে করা তাঁর ৮৬ রানের ইনিংসে আছে ১১টি বাউন্ডারি।ন\'টি বাউন্ডারি এবং দু\'টি ছক্কাসহ ১১০ রান করে মোসাদ্দেক অপরাজিত থেকে যান।
 
পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টির জন্য বাতিল হয়।। 
 
সংক্ষিপ্ত স্কোরঃ
 
বাংলাদেশ অনুর্দ্ধ ১৯ দলঃ ২৮৬--৪(৫০ ওভার)।হরিরি
 
শাহরিয়ার ৩৫, সাদমান ৮৬, মুসাদ্দেক ১১০ অপরাজিত, অতিরিক্ত ২১। বারর ব বারবার ২-৫৭,শ ১-৪৮, রোডস ১-৪২।
 
ইংল্যান্ড অনুর্দ্ধ ১৯ দলঃ ১৭২--৩(৩৬ ওভার) হিগিন্স ৪৫, হামিদ ৬৭, ডাকেট ৪১ অপরাজিত। রিফাত ১-৩৪, মেহদি ২-৪১।