Sports

পাকিস্তানকে হারিয়ে ওয়ার্ল্ড কাপের রেকর্ড ৬-০ করল ভারত

পাকিস্তানকে হারিয়ে ওয়ার্ল্ড কাপের রেকর্ড ৬-০ করল ভারত

| | 15 Feb 2015, 01:51 pm
অ্যাডিলেড, ফেব্রুয়ারি ১৫- রোববার চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭৬ রানে হারিয়ে বিশ্বকাপে তাদের যাত্রা শুরু করল এম এস ধোনির ভারত।

আজকের জয়ের সাথে ভারত বিশ্বকাপের পাকিস্তানকে হারানোর রেকর্ডটি ৬-০ করে ফেলেছে।

 

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে ৩০০ রান তোলে ভারত।

 

রোহিত শর্মাকে দ্রুত হারালেও, বিরাট কোহলি (১০৭), সুরেশ রায়না (৭৪) আর শিখর ধাওয়ানের (৭৩) রানের উপরে নির্ভর করে ৩০০ রানের গণ্ডিটি ছোঁয় ভারতভ্রকোহর আজকের ইনিংসটি হয়তো ভারতবাসী ও বিশ্বের সব ক্রিকেটভক্তরা আগামী কয়েক বছর ধরে মনে রাখবেন।

 

চাপের মুখে, কোহলির ১২৬ বল খেলে ১০৭ রান করে, উনি হলেন ম্যাচের সেরা। নিজের ইনিংসে মারলেন আটটি চার।

 

বেশ কয়েকদিন ধরে ফর্ম নিয়ে সমস্যায় ছিলেন ধাওয়ান। তবে পাকিস্তানের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ খেলেন এই ভারতীয় ব্যাটসম্যান। ৭৬ বলে ৭৩ রান করে শুরুতেই একটি মজবুত ভিত্তি স্থাপন করে গেছিলেন। মারেন ৭টি চার ও ১টি ছক্কা।

 

পরে রায়না ও কোহলি মিলে ১১০ রানের তৃতীয় উইকেটে জুটি তোলেন। এক সময় পর পর উইকেত হারালেও শেষ পর্যন্ত ৩০০ রান করে ভারত।

 

জবাবে ২২৪ রানে আল আউট হয়ে যায় পাকিস্তান।

 

১৯৯২ সালের চ্যাম্পিয়নদের হয়ে সর্বাধিক রান করেন অধিনায়ক মিসবাহ উল হক (৭৬)।

 

শাহিদ আফ্রিদির (২২) সঙ্গে ৪৬ রানের ও পরে ইয়াসির শাহর (১৩) সঙ্গে ৪৯ রানের জুটি গড়লেও শেষ পর্যন্ত পাকিস্তানকে জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারেনি হক।

 

ভারতের মোহাম্মদ সামি চার উইকেট তোলেন।

 

বার বার ভারতের কাছে বিশ্বকাপে হারের কারণ দিতে না পারলেও, ম্যাচের পরে হক বলেন যে তাদের প্রতিবেশী দেশের খেলোয়াড়েরা \'সত্যি ভাল খেলেছেন\'।