Sports

ঢাকা প্রিমিয়ার লীগ বয়কট করল ক্রিকেটাররা

ঢাকা প্রিমিয়ার লীগ বয়কট করল ক্রিকেটাররা

| | 17 Jun 2013, 01:59 pm
ঢাকা, জুন ১৭: বাংলাদেশি ক্রিকেটাররা সোমবার জানান তারা আগামী ঢাকা প্রিমিয়ার লীগ বয়কট করবেন তার নতুন পেমেন্ট সিস্টেমের বিরোধিতা করতে।

 বাংলাদেশ ক্রিকেট কল্যাণ সমিতির সচিব দেবপ্রত পল এক সাংবাদিক সন্মেলনে জানান সব জাতীয় ও দেশীয় খেলোয়াড়রা এই লীগ বয়কট করবেন।

 
তারা দাবী করেন যে লীগের অধিকর্তারা যেন লীগ শুরু হওয়ার আগেই তাদের বাকি টাকার হিসাব করে দেন।
 
দেবপ্রত জানান ক্রিকেট বোর্ড এখনো পেমেন্ট সংক্রান্ত নতুন নিয়মাবলী নিয়ে খেলোয়াড়দের সাথে কথা বলেন নি।