Sports

Shakib keeps himself in 'isolation' in US
Santabanta

Shakib keeps himself in 'isolation' in US

Bangladesh Live News | @banglalivenews | 21 Mar 2020, 12:42 pm
ঢাকাঃ এই মুহূর্তে যুক্তরাষ্ট্র স্রফে গেছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান।

তবে, বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেই সেই দেশে যাওয়ার ফলে একটু হয়তো সমস্যায় পড়েছেন উনি।


বিমানবন্দর থেকে সোজা হোটেলে গিয়ে নিজেকে ওখানেই আলাদা রেখেছেন উনি।


একটি ভিডিও বার্তার মাঝে উনি আজ এই বিষয়গুলি জানান।

ওনার স্ত্রীর পরিবার থাকে যুক্তরাষ্ট্রে তবে উনি তাদের সাথে এখনও আলাপ করেনি।


নিয়ম মেনে নিজেকে আলাদা রেখেহছেন ক্রিকেটার।


“আমি মাত্রই যুক্তরাষ্ট্র এসে পৌঁছলাম। যদিও প্লেনে সবসময় একটা ভয় কাজ করেছে, একটু হলেও। তার পরও চেষ্টা করেছি, যতটা সম্ভব পরিচ্ছন্ন থাকা যায়, নিজেকে কীভাবে জীবাণুমুক্ত রাখা যায়। যুক্তরাষ্ট্রে এসে আমি সোজা একটি হোটেল রুমে উঠেছি,"নিজের ভিডিও বার্তায় বলেন উনি।


"যেহেতু ফ্লাই করে এসেছি, একটু হলেও ঝুঁকি আছে। তাই আমি নিজেকে আইসোলেটেড করে রেখেছি। আমার বাচ্চার সঙ্গেও দেখা করিনি। যদিও এটা আমার জন্য কষ্টের, তার পরও মনে হয়েছে, সামান্য এই ত্যাগটুকু করতে পারলে অনেক দূর এগোতে পারব," উনি বলেন।


এই ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার তা মানতে নিজের ভক্তদের জানান উনি।

 

সাকিব সকলকে প্রয়োজন ছাড়া বারিরি বাইরে যেতে বারণ করেন।

 

বাংলাদেশে অনেকে এই ভাইরাসের কথা মাথায় রেখে খাওয়ার দ্রব্য মজুদ করছেন, এই বিষয়টি তুলে ধরে সাকিব বলেন, " আমি খবরে দেখেছি, অনেকে ৩-৪ বা ৬ মাস পর্যন্ত খাবার সংগ্রহ করছেন। আমার ধারণা, খাবারের ঘাটতি আমাদের কখনোই হবে না ইনশাল্লাহ। আমরা কেউই না খেয়ে মারা যাব না। সবাই ভালো থাকবেন, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না। "