Sports

Two Bangladeshi cricketers finds place in World XI side to play against West Indies in Lord

Two Bangladeshi cricketers finds place in World XI side to play against West Indies in Lord

Bangladesh Live News | @banglalivenews | 23 Apr 2018, 11:17 am
দুবাই, এপ্রিল ২৩ঃ ঘূর্ণিঝড়ে আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজকে সাহায্য করার জন্য টি ২০ বিশ্ব চ্যাম্পিয়ানদের সাথে আইসিসি বিশ্ব একাদশের আসন্ন ম্যাচের দলে জায়গা পেয়েছেন দুইজন বাংলাদেশের খেলোয়াড়।

গত বছর পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি খেলতে যে বিশ্ব একাদশ দল গেছিল সেখানেও স্থান পেয়েছিলেন তামিম ইকবাল।


এইবার তামিম ছাড়াও এই দলে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।


এই মুহূর্তে সাকিব ভারতের আইপিএল খেলছেন।

 

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত স্টেডিয়ামগুলোর সংস্কারের জন্য বিশেষ এই টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন কড়া হয়েছে ইংল্যান্ডর লর্ডস মাঠে।

 

আগামী ৩১ মে লর্ডসে  এই খেলাটি অনুষ্ঠিত হবে।

 

ইংল্যান্ড অধিনায়ক ওয়েন মর্গ্যান বিশ্ব একাদশ দলটিকে অধিনায়কত্ব করবেন।

 

পাকিস্তানের শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও আফগানিস্তানের রশিদ খান এই দলে আছেন।

 

কিছুদিন আগে, কার্লোস ব্র্যাথওয়েটের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দলের ঘোষণা করেছে সে দেশের বোর্ড। 

 

নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন আন্দ্রে রাসেল।

 

হারিকেন আরমা ও মারিয়ায় ক্যারিবিয়ান অঞ্চলে গত বছর বিপুল ক্ষতি করেছিল।

 

Image: Wikimedia Commons