Sports

রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারালো অস্ট্রেলিয়া

রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারালো অস্ট্রেলিয়া

| | 04 Mar 2015, 01:16 pm
পার্থ, মার্চ ৪- ক্রিকেট বিশ্বে এক নতুন রেকর্ড গড়ে, বুধবার অস্ট্রেলিয়া আফগানিস্তানকে রেকর্ড ২৭৫ রানে বিশ্বকাপের একটি গ্রুপ স্তরের ম্যাচে হারিয়েছে।

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৪১৭ রান তোলার পরে, অস্ট্রেলিয়ার বোলারেরা মাত্র ১৪২ রানে অলআউট করে আফগানিস্তানের ব্যাটসম্যানদের।

 

বিশ্বকাপে ৪১৭ তমার সাথে ও ম্যাচ জেতার পরে, অস্ট্রেলিয়া দুটি রেকর্ড ভেঙেছে।

 

চার বার জয়ী এই দল বিশ্বকাপের সবচেয়ে বড় স্কোর আর সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ডগুলি নিজেদের নামের পাশে লিখেছে।

 

অস্ট্রেলিয়া ভেঙেছে ৮ বছর আগে বারমুডার বিরুদ্ধে ভারতের করা ৪১৩ রানের রেকর্ডটি।

 

অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের (১৭৮) বিধ্বংসী ঝড়ের সামনে আফগানিস্তান প্রায় উড়ে যায়।

 

উনি নিজের ইনিংসে মেরেছেন ১৯ টি চার ও ৫ ছয়।

 

ওয়ার্নারকে ছাড়াও স্টিভেন স্মিথ (৯৫) ও গ্লেন ম্যাক্সওয়েলের (৮৮) সুবাদে ৬ উইকেটে ৪১৭ রান তোলে অস্ট্রেলিয়া।

 

মিশেল জনসন চার উইকেট তুলে ও অন্যান্য বোলারদের সামনে মাত্র ১৪২ রানে শেষ হয়ে যায় আফগানিস্তান।