Sports

ডি ভিলিয়ার্সের ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

ডি ভিলিয়ার্সের ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

| | 27 Feb 2015, 01:38 pm
সিডনি, ফেব্রুয়ারি ২৭- এবি ডি ভিলিয়ার্সের দ্রুততম দেড়শ’ রানের রেকর্ডের উপরে ভর শুক্রবার দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপের একটি ম্যাচে ২৫৭ রানের ব্যবধানে হারিয়েছে।

ডি ভিলিয়ার্স (১৬২*), হাশিম আমলা (৬৫), ফাফ ডু প্লেসি (৬২) ও রাইলি রুশোদের (৬১) দুর্দান্ত ব্যাটিং-এর উপরে ভর করে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৪০৮ রান তোলে।

 

বল হাতেও ইমরান তাহির পাঁচ উইকেট তুলে ও অন্য বোলালেরা চমত্কার খেলে মাত্র ৩৩.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজকে ১৫১ রানে অলআউট করে দেয়।

 

একদিনের ক্রিকেটে সব থেকে দ্রুত ১০০ রান করবার কিছুদিনের মধ্যেই নিজের মুকুটে আরেকটি রেকর্ডের হিরে যোগ করলেন ডি ভিলিয়ার্স।

 

ওয়েস্ট ইন্ডিজের বলিংকে ধ্বংস করলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। দর্শকদের আনন্দ দিয়ে মারলেন ১৭টি চার ও ৮টি ছক্কা। আর অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের রেকর্ড ভেঙ্গে নিজে দেড়শ’ রান পৌঁছাতে ডি ভিলিয়ার্স নিলেন মাত্র ৬৪ বল।

 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে জ্যাসন হোল্ডার সর্বাধিক ৫৬ রান করেছেন।

 

দক্ষিণ আফ্রিকা স্পিনার সেরা বলিং করে তাহির ৪৫ রান দিয়ে ৫ উইকেট নেন।

 

২৫৭ রানের ব্যবধানে হারায়, ওয়েস্ট ইন্ডিজের নাম লেখা থাকবে বারমুডার পাশে।

 

বিশ্বকাপের রানের দিক থেকে সবচেয়ে বড় হারের রেকর্ড গড়েছে এই দুই দল।

 

২০০৭ সালে ভারতের হাতে ২৫৭ রানের ব্যবধানেই হেরেছিল বারমুডা।