Sports

Virat Kohli expresses concern Tamim, Mushfiqur

Virat Kohli expresses concern Tamim, Mushfiqur

Bangladesh Live News | @banglalivenews | 16 Mar 2019, 09:35 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মার্চ ১৬: ক্রাইস্টচার্চে মসজিদ আল নূরে জঙ্গি হামলায় প্রায় ৫০ জন নিহত হওয়ার ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

মাত্র ৫ মিনিটের ব্যবধান এবং বিলম্ব করায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা ওই সময় মসজিদে তখন উপস্থিত ছিলেন না। যে কারণে ক্রিকেটাররা বেঁচে যান।


ক্রাইস্টচার্চে নারকীয় ধ্বংসযজ্ঞে হতবাক পুরো বিশ্ব। যেখান থেকে বাদ যায়নি বিশ্বের ক্রিকেট তারকারাও।

 

ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেটারদের পাশে এসে দাঁড়িয়েছেন। বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতারও।


টুইটারে বিরাট কোহলি লিখেন, ‘শকিং অ্যান্ড ট্রাজিক। ক্রাইস্টচার্চের এই নৃশংস ঘটনায় যারা হতাহত হয়েছেন, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর সমবেদনা। আমার চিন্তা-চেতনাজুড়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ভালো থাকুন।’