Sports

শাস্তি কমল মোহাম্মদ আশরাফুলের

শাস্তি কমল মোহাম্মদ আশরাফুলের

| | 29 Sep 2014, 01:03 pm
ঢাকা, সেপ্টেম্বর ২৯- বিসিবির ডিসিপ্লিনারি কমিটি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের শাস্তি আট বছর থেকে পাঁচ বছরে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 সিদ্ধান্তটি আশরাফুলের আপিলের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে।

২০১৩ সালের ১৩ আগস্ট থেকে ওনার শাস্তি কার্যকর ধরা হয়েছে।

ম্যাচ গড়াপেটার অপরাধে আট বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে।

 এক বিশেষ ট্রাইব্যুনাল তাঁকে এই শাস্তি দেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে।

“মোহাম্মদ আশরাফুলের বিরুদ্ধে চারটি অভিযোগ ছিল, সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি," ট্রাইব্যুনাল প্রধান সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী জানিয়েছিলেন এক সাংবাদিক সন্মেলনে।
 
“চারটি অভিযোগই ম্যাচ পাতানোর সঙ্গে সংশ্লিষ্ট। প্রতিটি অভিযোগে আট বছর তাকে খেলাধুলা থেকে নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তাকে অতিরিক্তি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে, এই টাকা বিসিবিকে দিতে হবে,” তিনি জানান।